Friday, October 24, 2025
বাংলা
HomeOPINIONOpinionবিএনপিকে আওয়ামীলীগ বানানোর গভীর চক্রান্ত

বিএনপিকে আওয়ামীলীগ বানানোর গভীর চক্রান্ত

- Advertisement -

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপিকে আওয়ামী লীগ বানানোর গভীর চক্রান্ত শুরু হয়েছে।এই ধরণের একটি সস্তা ন্যারেটিভ দাঁড় করানোর অবিরাম চেষ্টা চালাচ্ছে সংঘবদ্ধ একটি দেশী এবং বিদেশি ষড়যন্ত্রকারীরা। তবে এর পরিণাম যে কি ভয়ংকর হবে তা নব্য দোসররা বুঝতে পারছে না। বরং এই খেলায় ফ্যাসিবাদ আওয়ামী লীগ স্বরূপে ফিরে আসবে।

সরকারি সহায়তায় নবগঠিত রাজনৈতিক দল এনসিপি যেভাবে জুলাই পদযাত্রা করছে তাতে জনগণের কাছে স্পষ্ট, এটি কিংস পাটি। এখনো এই দলটির অসংখ্য ছাত্র প্রতিনিধি সরকারের বিভিন্ন ক্রয় কমিটি থেকে শুরু করে সচিবালয়ে অবাধ বিচরণ আছে। বিশাল বহর নিয়ে দলটির পদযাত্রার খরচের খাতও ক্লিয়ার করা হয়নি। প্রশাসনিকভাবে সরকার, রাজনৈতিকভাবে জামায়াত-শিবির (জাশি) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ (ইআবা) এনসিপিকে সহায়তা করে যাচ্ছে।

নির্বাচন আটকাতে সরকার, জাশি, এনসিপি, ইআবার সম্মিলিত মাস্টারপ্লান শিগগিরই বুমেরাং হবে। অচিরেই গণতন্ত্র পুনরুদ্ধারে আবার রাজপথে লড়াইয়ের নামতে হবে ছাত্র-জনতাকে। যারা দেশে জোরপূর্বক অনির্দিষ্টকালের জন্য অনির্বাচিত সরকার আনার পাঁয়তারা করতেছে তারা নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারতেছে। সবাই আবার প্রস্তুতি নিন। নির্বাচনের জন্য আরেকটি আন্দোলন হবে, সেই আন্দোলনে জিতবে বাংলাদেশের জনগণ। মানুষ ফিরে পাবে তাদের ভোটাধিকার।

সাইদুর রহমান
সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক।

Also Read  Planned Propaganda and the Truth Behind the Mitford Killing: Mahdi Amin Responds
- Advertisement -
- Advertisement -

More

- Advertisement -

Related News

- Advertisement -